রাউজানে আপনি মাস্ক পড়বেন না? শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন করলেন ফারাজ করিম

 রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজানের বিভিন্ন সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটা ও জলিল নগরে “আপনি মাস্ক পড়বেন না?” শীর্ষক একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত এই ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ৩ নং চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত।

উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, তারেক হাসান, মোঃ রিফাত, আবু বক্কর আরাফাত, মোঃ মিজানুর রহমান, নোমান বিন আজিজি, অনিক ভট্টাচার্য, আরফানুল ইসলাম আবির, সাজ্জাদ হোসাইন, তাজনবী ইমন, ফরহানুল ইসলাম, অমিত দাশগুপ্ত, মোহাম্মদ রবিন, মোহাম্মদ শরীফ, সৈয়্যদ সালমান নূরাইন, সৈয়্যদ জুনাইদ উল্লাহ, মোহাম্মদ নাহিদ, জাগির হোসেন, আলভীন আলভী, হোসাইন মাহমুদ চিশতী, তৌসিফ আহমেদ রাহাত প্রমুখ।

২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *