রাউজানের পশ্চিম গুজরায় ঈদে মিলাদুন্নবী ও খাজা গরীবে নেওয়াজ (রহ:) ওরশ অনুষ্টিত

রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার পশ্চিমগুজরা ১১নং ইউনিয়ন পরিষদের মাট প্রাঙ্গনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ)উরশ খানকা পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও খাজা গরীবে নেওয়াজ(রহ:) ওরশ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার বাদে আছর বার্ষিক ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ও আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান কদলপুর আশরাফ শাহ মুন্দর বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হামিদ হাছান আলকাদেরী । বিশেষ বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাউজান কর্মকর্তা আল্লামা হাসান মুরাদ আল মাইজভান্ডারী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সমাজ সেবক মোহাম্মদ সালাউদ্দিন, এস এম নুরুল আলম খোকন । পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন আরজ ওজার মোহাম্মদ ইদ্রিস শাহ আল চিশতি, ইয়াকুব আলী সওদাগর,হারুনুর রশিদ, আবদুল মাজেদ , আবদুর রহিম, কবির আহম্মদ ও মোহাম্মদ হারুন । দোয়া মোনাজাত শেষে সবার মাঝে তবরুক বিতরণ করা হয় ।

২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *