সুনামগঞ্জে ২০ টাকার জন্য যুবক খুন!

সিলেট ব্যুরো: সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর (জগন্নাথপুর) গ্রামে পাওনা ২০ টাকার চাওয়ায় আফির উদ্দিন (২৫) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে সুরমা ইউনিয়নের মইনপুর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সে মঈনপুর (জগন্নাথপুর) গ্রামের মো. ফজিল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রামের নিজ বাড়ির সামনে নিহত যুবক আফির উদ্দিন (২৫) দাঁড়িয়ে ছিলেন তখন একই গ্রামের মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন তার পাওনা ২০ টাকা চাইলে নিহত আফির উদ্দিন বলে এখন টাকা হাতে নেই একটু পরে দিব।

এ সময় দোকানদার হৃদয় হোসেন ও তার বন্ধু মো. হাসান মিলে দাঁড়ালো ছুরি দিয়ে আফির উদ্দিনের বুকের এলোপাথাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছেন।

২৪ঘণ্টা/এন এম রানা/বাপ্পা মৈত্র

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *