বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টি ও মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭নভেম্বর) সকাল ১১টা থেকে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো.মোজাম্মেল হক চৌধুরী।
এ অভিযানে মাস্ক না পরায় ১৬ জনকে ৩হাজার ৩ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক ছাড়া ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, মাস্ক পরিধানের বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে, মাস্ক না পরে ঘর থেকে বের হলে জরিমানাসহ কারাদণ্ড হতে পারে।
২৪ ঘণ্টা/রিহাম/পূজন
Leave a Reply