সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শিহাব উদ্দিনকে সভাপতি ও এস.এম রিয়াদ (জিলানী)কে সাধারণ সম্পাদক করা হয়।
১৭ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নবাগত উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি ইকবাল মাহমুদ, ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক কমল দেবনাথ।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
এদিকে নতুন কমিটি ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌরসদরে এক আনন্দ মিছিল বের করে।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু
Leave a Reply