ইসলামি পত্রিকা “আলোর পথে”র বিশেষ সংখ্যার মোড়ক উম্মোচন

২৪ঘণ্টা নিউজ ডেস্ক: আজ ১৬ নভেম্বর ২০২০ সোমবার বাদে জোহর নামাজ শেষে ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী ৫০তম সীরতুন্নবী (স.) মাহফিল এর সমাপনী অধিবেশনে আবেগঘন পরিবেশে সাপ্তাহিক চাটগাঁর তাজ’র সম্পাদক সোহেল তাজ কর্তৃক সম্পাদিত আন্তজাতিক ১৯দিনব্যাপী ৫০তম মাহফিলে সিরতুন্নবী (স.) উপলে মাসিক ইসলামি পত্রিকা “আলোর পথে”র বিশেষ সংখ্যার মোড়ক উম্মোচন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার অন্যতম পৃষ্ঠপোষক হযরত মাওলানা শাহ আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, লেখক-গবেষক ড. ইসা সাহদী, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, উপাধ্যক্ষ ফারুক হোসেন, কাজী মাওলানা নাসির উদ্দিন, সাবেক অধ্যক্ষ মাহমদুল হক, সাবেক যুগ্ম সচিব আবদুল বাসেত দুলাল, মাহবুবুল হক, সাইফুদ্দিন মুহাম্মদ তারেক, কাজী আরিফ, জাহেদুর রহমান, মুহাম্মদ নায়েম, দিন মোহাম্মদ মানিক, তৈবুল হক বেদার, জিয়াউল করিম, জাহেদুল হক, হুমাইন কাদের প্রমুখ।

২৪ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *