মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমির অনুশীলন উদ্ধোধন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় শেখ রাসেল অ-১১ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর অংশ গ্রহণকারী মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় স্থানীয় কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গনে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের অনুশীলন উদ্বোধন হয়।

উক্ত ক্লাবের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন এর সভাপতিত্বে একাডেমির সদস্য সাইমন আহমেদ শাহেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলার লায়ন এম.এ মুছা বাবলু, উদ্ধোধক হিসাবে উপস্হিত ছিলেন ঢালিউডের চিত্রনায়িকা এম.জে ফ্যাশনের ব্যবস্হাপনা পরিচালক মারজান জেনিফা (হ্যাপী)।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ রাসেল মুরাদ, এতে আরো উপস্হিত ছিলেন একাডেমির কোচ মোহাম্মদ শফিক, নুর জাহেদ বাবলু, ফারুক রানা, আলাউদ্দিন ভূইয়াঁ, মোহাম্মদ ওয়াসিম, কামরুল পারভেজ জসি, একাডেমির সমন্য়নকারী আরাফাত আমজাদী, আবদুল হামিদ জনি, মোহাম্মদ ইসমাইল, ওমর ফারুক, ওয়াহিদুল আলম অভি, মাকসুদ, ইরফান হোসেন সজীব, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রুবেল প্রমুখ।

আগামী ২৫ তারিখ মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি প্রথম খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি লায়ন এম এ মুছা বাবলু বলেন মাদারবাড়ী খেলাধুলা উন্নয়ন জন্য সাবিক সহযোগিতা আশাবাদী বক্তব্য করেন।

উদ্ভোধক মারজান জেনিফার আশা করেন মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি খেলেয়াড একদিন বাংলাদেশ জাতীয় দল অংশ গ্রহন করে মাদারবাড়ী শোভনীয়া ক্রিকেট একাডেমি নাম উজ্জ্বল করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *