সিলেটে ৩২ ঘণ্টা পর সচল হলো বিদ্যুৎ ব্যবস্থা,তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

সিলেট প্রতিনিধি : প্রায় ৩২ ঘন্টা পর সিলেট নগরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার পর থেকে নগরের কিছু কিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। তবে কিছু এলাকায় বিদ্যুৎ ফিরলেও জেলার বেশিরভাগ এলাকাই এখন পর্যন্ত অন্ধকারে রয়েছে।

তবে নগরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হবে বলে জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।

এরআগে মঙ্গলবার সকাল ১১ টায় সিলেটের কুমারগাঁওয়ে জাতীয় গ্রিড লাইনে আগুন লেগে যায়। এরপর থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেট। এছাড়া সুনামগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন এই দুই জেলার বিদ্যুতের প্রায় সাড়ে ৪ লাখ গ্রাহক।

মঙ্গলবার দুপুরের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে যায় দুটি ট্রান্সমিটার ও একটি কন্ট্রোল প্যানেল। আগুন নিয়ন্ত্রনে আসার পরই ক্ষতিগ্রস্থ যন্ত্রপাতি মেরামতে নামেন বিদ্যুত বিভাগের প্রায় ৪শ’ কর্মী। ঢাকা থেকে নিয়ে আসা হয় ট্রান্সমিটার। টানা প্রায় ২৭ ঘন্টা মেরামত কাজের পর বুধবার সন্ধ্যা ৬টার পর বিদ্যুৎ সরবরাহ সচল হতে থাকে। তবে টানা বিদুৎহীনতার কারণে মঙ্গলবার থেকে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বিদ্যুৎহীনতার সাথে দেখা দেয় পানির সঙ্কট। ফলে নগরজুড়ে দেখা দেয় হাহাকার।

এদিকে, সিলেট শহরতলির কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ১৩২/৩৩ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনস্থাল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের কারণ নিরুপনে বুধবার (১৮ নভেম্বর) বিকেলের দিকে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে দায়ী করা হয়নি এবং কাউকে শাস্তিও পেতে হয়নি। পিজিসিবির সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলের দিকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় পাওয়ার গ্রিড কাম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। গঠিত কমিটিকে ৩ দিনের মধ্যে নির্বাহী পরিচালক (ওএন্ডএম) পিজিসিবি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়।

পিজিসিবি সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ট্রান্সমিশন ২) এর প্রধান প্রকৌশলী সাইফুল হককে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম মিজানুর রহমান, মোহাম্মদ ফয়জুল কবির ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (শ্রীমঙ্গল) নির্বাহী প্রকৌশলী আব্বাস উদ্দিন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার। পিজিসিবি, পিডিবি ও আরইবির টিম সমন্বিতভাবে বিরামহীন কাজ করে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা মেরামত কাজের তদারকি করেন। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় পাওয়ার ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেট নগরী। এতে মানুষের স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত ঘটে। দেখা দেয় পানির তীব্র সংকট। পানির জন্য মানুষ হন্তদন্ত হয়ে ছুটেছেন বিভিন্ন জায়গায়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখার সময় নগরীরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের খবর পাওয়া গেছে।

২৪ ঘণ্টা/রিহাম/বাপ্পা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *