সিলেট নগরজুড়ে তীব্র পানি সঙ্কট ভোগান্তিতে ৭৫ হাজার গ্রাহক

সিলেট ব্যুারো: টানা তিন দিন ধরে বিদ্যুৎ ও পানি সমস্যায় রয়েছেন সিলেট নগরবাসী। সিলেটের কুমারগাঁও জাতীয় বিদ্যুৎ উপকেন্দ্রের গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের পর থেকেই এখনও বিদ্যুৎহীন সিলেট নগরের বেশিরভাগ এলাকা। যার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

প্রত্যেক পাড়া-মহল্লায় পানির জন্য চলছে হাহাকার। এ সময় নগরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পানির ব্যবস্থা করতে দেখা গেছে। দীর্ঘ লাইন ধরে এ পানি সংগ্রহ করছেন মানুষজন। তিনদিন ধরে চলা এই সংকটের দ্রুত সমাধান চান নগরের বাসিন্দারা। অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেট। প্রায় ৩২ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার পর নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হলেও এখনও অন্ধকারে রয়েছে বেশিরভাগ এলাকা।

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা পুরো সচল হতে পারে বলে জানিয়েছেন সিলেটের বিদ্যুৎ বিভাগ। সিলেট নগর ও সদর উপজেলায় ভোগান্তিতে পড়েছেন প্রায় ৭৫ হাজার গ্রাহক। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের (বিক্রয় ও বিতরণ বিভাগ) প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন জানান, আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি বৃহস্পতিবার বাকি গ্রাহকদের আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারব। বুধবার সন্ধ্যা ছয়টার আগ পর্যন্ত প্রায় আড়াই লাখ গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত ছিলেন। ছয়টার পর থেকে আমরা প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করেছি। এর মধ্যে যেসব যন্ত্রপাতি পুড়ে গেছে, সেগুলো সংযোজন করা হয়েছে এবং আরও কিছুর কাজ চলছে।

এ বিষয়ে নগরের দাড়িয়াপাড়ার বাসিন্দা সঞ্জয় বণিক জানান, তিন ধরে পানি ও বিদ্যুৎতের সমস্যা চলমান। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি ছাড়া চলতে খুব সমস্যা হচ্ছে। নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সঙ্কট। এ অবস্থা থেকে আমরা দ্রুত সমাধান চাই। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাত পর্যন্ত বিদ্যুৎ বিতরণ বিভাগ-১, ২ ও ৪ এর আওতাধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বাকি এলাকাগুলো বিদ্যুৎ সরবরাহ শুরু করতে কাজ চলছে। তবে পুরো স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

সরেজমিনে দেখা যায় নগরের মেডিকেল রোড, জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, লামাবাজার, রিকাবিবাজার, বাগবাড়ী, মদিনামার্কেট, সাদাটিকর, মিরাবাজার, পাঠানটুলা, দক্ষিণ সুরমা বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নগরের উপকণ্ঠের এলাকা ও সদরসহ উপজেলা গুলো। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর বলেন, আমাদের সিটি করপোরেশন এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে সেসব এলাকার সিটি করপোরেশনের গভীর নলকূপকগুলো থেকে সঙ্গে সঙ্গে পানি সরবরাহ চালু করা হয়েছে। আশা করছি শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে সিটি করপোরেশনের পানি সরবরাহ স্বাভাবিক করতে পারব।

২৪ঘণ্টা/এন এম রানা//বাপ্পা মৈত্র

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *