ঈদে মিলাদুন্নবী (দ.)কে স্বাগত জানিয়ে রাউজানে গাউসিয়া কমিটির মোটর শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও মাহে রবিউল আওয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে জসনে জুলুছ ( মোটর শোভাযাত্রা)।

বুধবার বিকেলে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (দক্ষিণ) শাখা এই জসনে জুলুছের আয়োজন করে। তিন শতাধিক গাড়ী নিয়ে কালেমা খচিত ব্যানার ফেস্টুন নিয়ে জসনে জুলুছের মোটর শোভাযাত্রাটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের চুয়েট গেইট থেকে শুরু হয়ে উরকিরচর ইউনিয়নের মদুনাঘাট প্রদক্ষিণ করে নোয়াপাড়া ইউনিয়নের তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি আলহাজ আবু বক্কর সওদাগর।

এতে উদ্বোধক ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চালনায় বক্তব্য দেন জসনে জুলুছ বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, সচিব মুহাম্মদ কামাল উদ্দিন, আলহাজ হাবিবুল ইসলাম চৌধুরী, আলহাজ জাহাঙ্গীর আলম মেম্বার, অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু মোস্তাক আল কাদেরী, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ শওকত হোসেন রেজবী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গোফরান, মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ আজম কোম্পানী, মাওলানা আশোকুর রহমান আল কাদেরী, সৈয়দ মুহাম্মদ এরশাদুল হক মুন্না, মুহাম্মদ নওশাদ হোসাইন, ফিরোজুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ তসলিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ মফিজুল ইসলাম শাহ, মুহাম্মদ ইউনুছ আলম, আলহাজ ফজল আকবর, মুহাম্মদ আব্দুস সালাম, হাফেজ মুহাম্মদ সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ শাহাদাত হোসেন সেলিম, মুহাম্মদ আলী, মুহাম্মদ আরমান, হাফেজ মুহাম্মদ আজিজ উদ্দিন, মাওলানা কাজী শওকত উদ্দিন, মাওলানা বখতিয়ার উদ্দিন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *