সীতাকুন্ডে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী পেয়ে অভিভূত বীর প্রতীক রোস্তম আলী

সীতাকুন্ড প্রতিনিধি: সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃর্ক প্রদত্ত খেতাবপ্রাপ্ত সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোরআমতল এলাকার বীর মুক্তিযুদ্ধা মোঃ রোস্তম আলী বীর প্রতীক(অবঃ) এর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী পেয়ে অভিভূত তিনি। এ জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি জহুরুল হক এর আয়োজনে বীর প্রতীক রোস্তম আলীর বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী তুলে দেন বিমান বাহিনীর এডমিন উয়ং স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান।

এসময় তিনি বলেন, প্রতিবছরই সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা ও খেতাব প্রাপ্ত বীর প্রতীকদের ঢাকায় সংবর্ধনা দেওয়া হয়। এবার মহামারী করোনাভাইরাসের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রত্যেক খেতাবপ্রাপ্ত বীর প্রতীকদের জন্য উপহার সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।

উক্ত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা সফিউল আলম, মীর মোজাহের দৌলা, ইউপি সদস্য কফিল উদ্দিন, মোঃ ইয়াসিন, এসআই সামিউল, আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দিন, তারেক সিকদার, কুমিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নেজাম উদ্দিন প্রমূখ। এদিকে বীর প্রতীক মোঃ রোস্তম আলী নামে জোরআমতলের গ্রামের সড়কের নামকরণের জন্য সরকারের প্রতি আহবান জানান এলাকাবাসী।

২৪ঘণ্টা/এন এম রানা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *