রাউজানে গাড়ি পার্কিংয়ের স্থানে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটে ব্যবসায়ীদের আপত্তি থাকা সত্ত্বেও রাতের আধাঁরে পার্কিংয়ের স্থান দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াপাড়া পথেরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী।

গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাজারের ভারতেশ্বরী প্লাজার সামনে ১৬ বছর ধরে ছিল একটি গাড়ী পার্কিংয়ের জায়গা ছিল। কিন্ত গত মঙ্গলবার রাতের আধাঁরে পার্কিংটি দখল করে মার্কেট নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু করে করে দেন মার্কেটের মালিক পক্ষ।

আমরা ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন আয়োজন করেছি। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ সংগঠনটির সহ-সভাপতি শফিকুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আহমেদ সৈয়দ, ব্যবসায়ী মুহাম্মদ সেকান্দর সওদাগর, মুহাম্মদ আরিফ, মুসলিম উদ্দিন, বাবু ধর, মুহাম্মদ রাশেদ, মহিউদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ, জসিম উদ্দিন মেম্বার, সোলেমান বাদশা, মুহাম্মদ ইসকান্দর সাজু দে, মুহাম্মদ রাসেল, মাকসুদুর রহমান সাজু, আনিসুর রহমান রুবেল, সাজ্জাদ টুটুল, মুহাম্মদ মনসুর, মুহাম্মদ বাদশা, মহিউদ্দিন, নাজিম উদ্দিন, মিন্টু দে, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ করিম, মুহাম্মদ লাইকত আলী, বশির আহমদ, মনির আহমদ, রিকু বড়ুয়া প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *