গণপূর্ত অধিদপ্তরের ১১ জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা

দুর্নীতি বিরোধী অভিযানে নাম আসা গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার দেশত্যাগের ওপর ওপর নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে।

যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন- গণপূর্ত মন্ত্রণালয়ের সাজ্জাদ, মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, ইলিয়াস আহমেদ, স্বপন চাকমা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, ফজলুল হক, শওকত উল্লাহ ও আবদুল মোমেন চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *