২৮ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন,তফসিল ঘোষণা

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : আগামী ২৮ ডিসেম্বর সোমবার সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেন। একই দিনে দেশের মোট ২৫টি পৌরসভায় একই সঙ্গে ভোট গ্রহণ সম্পন্ন হবে। তবে চট্টগ্রামে শুধুমাত্র সীতাকুণ্ড পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, সীতাকুণ্ড পৌরসভায় নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। নির্বাচন হবে ১৭টি কেন্দ্রে। এবারই প্রথমবারের মত সীতাকুণ্ড পৌরসভার সব কয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

ঘোষিত তফসিল অনুযাযী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর।

এদিকে পৌর নির্বাচনের তফসিল ঘোষনার আগের থেকে সরগরম হয়ে উঠেছে প্রার্থীদের মধ্যে। ইতোমধ্যে বিএনপি থেকে একজন, নাগরিক কমিটি থেকে একজন আর বর্তমান মেয়রসহ আওয়ামীলীগ থেকে একাধিক ব্যক্তি নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *