সীতাকুণ্ডে পৃথক পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

আনোয়ারা ইয়াবাসহ আটক

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পৃথক দুটি অভিযানে ৮শত পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে রানা হাওলাদার(৩৩) ও রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মো. আলমগীর(৩৩) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের সূত্রে পুলিশ দুইজনকে আটক করে। তাদের শরীরে তল্লাসী করে মোট আটশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রানা হাওলাদারকে সীতাকুণ্ড পৌরসদরের বাসস্টেশন এলাকা থেকে ও মো. আলমগীরকে উপজেলা মাদামবিবিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় সীতাকুণ্ড থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রানা হাওলাদার খুলনা জেলার দৌলতপুর থানাধীন মহাশয় পাশা গ্রামের বাসিন্দা ও মো. আলমগীর উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দুইলক্ষ ৪০ হাজার টাকা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, রানা হাওলাদারের কাছ থেকে ৫শত পিচ ও মো. আলমগীরের ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *