চবি প্রতিনিধিঃ করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে মাস্ক পড়াও বাধ্যতামূলক ও অযথা ঘোরাঘুরি সীমিত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় এবং করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পাসে বসবাসরত সকলের স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পাসে অযথা ঘোরাঘুরি সীমিতকরণ, বিশ্ববিদ্যালয় চলাকালে বাধ্যতামূলক মাস্ক পরিধান করা এবং ফার্মেসি ব্যতীত সকল দোকান ও চা স্টল রাত সাড়ে আটটার পর বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘণ্টা/মেহেদী
Leave a Reply