সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষকলীগ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে পৌরসদর থেকে র্যালি নিয়ে নেতাকর্মীরা উপজেলা চত্বরে আসে। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে।
ধান,চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করে।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষকলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক – আবুল কাশেম ওয়াহেদী, শামসুল আলম, আনোয়ার ভুইয়া, সদস্য – মহিউদ্দিন, মামুন চৌধুরী, নুরউদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply