সাংবাদিক শোয়েব খান ইন্তেকাল করেছেন, সাংবাদিকঙ্গণে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য ও দৈনিক পূর্বকোণ এর সিনিয়র সাংবাদিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের লোক প্রশাসন বিভাগের ছাত্র এস এম শোয়েব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

আজ বুধবার সকাল ৮টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়িটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা।

তিনি বলেন, প্রিয় সহকর্মী শোয়েব ভাই আজ সকালে হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা গেছেন। তার অকাল মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বাদে জোহর শোয়েব খানের মৃতদেহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নিয়ে আসা হবে। সেখানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী মেহের নিগার খান, ছেলে সাইরুল আজম ও কন্যা জারিন জাহরা খান এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

এদিকে সিনিয়র এ সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন শোয়েব খান। গত দুই সপ্তাহ ধরে তিনি সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে তিনি মারা যান। প্রয়াত শোয়েব খান ফটিকছড়ি সাংবাদিক পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *