খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর খাগড়াছড়িতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোকসজ্জা, কেক কাটা, আলোচনা সভা ও মাস্ক বিতরণ। এছাড়াও প্রতিটি সরকারি ভবন থেকে ২৩টি করে ফানুস উড়ানো এবং কমপক্ষে ৯টি ঘরহীন পরিবারকে বসতবাড়ি নির্মান করে দেয়া হবে।
আজ বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে শান্তিচুক্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সভায় বিভিন্ন বিভাগীয় প্রধান, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/প্রদীপ
Leave a Reply