ডেস্ক নিউজ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক পদে ৮ পুলিশ কর্মকর্তাকে রদবদল করে বদলীর আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
আজ বুধবার (২৫ নভেম্বর) তার স্বাক্ষরিত এক বদলী আদেশে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয় জনস্বার্থে এই বদলী আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
সিএমপির নতুন বদলী আদেশে রদবদলের মধ্যে নগরীর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কামরুজ্জামানকে ডিবি (পশ্চিম) পরিদর্শক করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয় খুলশী থানার ওসি (তদন্ত) মোহাম্দ কবির হোসেনকে।
একই আদেশে কাউন্টার টেরোরিজমের পরিদর্শক আফতাব হোসেনকে খুলশী থানার ওসি (তদন্ত) হিসেবে বদলী করা হয় এবং ডিবি পশ্চিমের পরিদর্শক জাবেদুল ইসলামকে পরিদর্শক কোতোয়ালী (অপারেশন) হিসেবে বদলী আদেশ দেন সিএমপি কমিশনার।
তাছাড়া সিটি এসবির পরিদর্শক শেখ মোহামম্দ এহতেশামুল ইসলামকে পরিদর্শক (অপরাধ) উপ-পুলিশ কমিশনার পশ্চিম কার্যালয়ে, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পরিদর্শক মোস্তাফিজুর রহমানেকে পরিদর্শক (অপরাধ) উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে বদলী করা হয়েছে।
অন্যদিকে ডিবি উত্তরের পরিদর্শক মো. আজিজ আহমেদকে পরিদর্শক (অপরাধ) উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ে, পরিদর্শক জামাল উদ্দীনকে পরিদর্শক (অপরাধ) উপ-পুলিশ কমিশনার বন্দর কার্যালয়ে বদলী করা হয়েছে।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply