রাউজানের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আহমদ হোসেন আর নেই। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
মরহুম আহমদ হোসেন রাউজানের হলুদিয়া ইউনিয়নের উত্তর সর্তা লস্কর উজির বাড়ির সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি,গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখার সাবেক সভাপতি এবং লস্কর উজির বাড়ি শাহী জামে মসজিদের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
আজ বাদে আছর লস্কর উজীর বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply