ঝালকাঠিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে জনৈক জলিল তালুকদারের নির্মানাধীন ভবনের ছাদে এক মধ্য বয়সি নারীর মৃতদেহ পাওয়া গেছে। ম্যাক্সি ও পাজামা পড়া এই নারীর পাঁয়ের গোড়ালী ভাঙ্গা ছিল।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে ছাদে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। শব্দ শুনে পার্শবর্তী লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত‍্যদেহটি পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ, সদর সার্কেলের দায়িত্বরত সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃশাখাওয়াত হোসেন, সদর থানার ওসি খলিলুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন।

এসময় পুলিশ পার্শ্ববর্তী বেলায়েত মুন্সির ৬ তলা ভবনের ছাদ থেকে একটি ব্যাগের ভিতরে শাহানাজ আক্তার, পিতা জালাল আহমেদ, ঠিকানা দক্ষিণ পিপলিতা, বাসন্ডা, ঝালকাঠি ঠিকানার জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা, বোরকা, স্যান্ডেল উদ্ধার করেছে।

জানাগেছে মৃত নারী ঝালকাঠি বাসন্ডার এনএস কামিল মাদ্রাসার মসজীদের মোয়াজ্জিন আব্দুল আহাদের স্ত্রী।

স্বামি আব্দুল আহাদ জানান, আমার স্ত্রী শাহনাজ পিপিলিতা গ্রামে গণশিক্ষা বিদ্যালয়ে শিশুদের পড়াশুনা করাতো। কিছুটা মানসিক রোগী ছিল। সে আজ সকাল ৯ টার দিকে মেয়েকে সাথে নিয়ে ব্যাংকে টাকা উঠাতে গিয়ে ছিল। ব্যাংক থেকে বেড়িয়ে আমার মেয়ে বাড়িতে চলে আসে। এরপর তার কোন খবর পাওয়া যায়নি। বেলায়েত মুন্সি আমার মামাতো ভাই। বছর খানেক আগে আমার সাথে স্ত্রী শাহানাজ তার বাসায় গিয়ে ছিল। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তাই তাকে সনাক্ত করতে থানায় যাচ্ছি।

এ বিষয়ে বেলায়েত মুন্সি জানান, এই মহিলাকে আমি চিনিনা। সে আমার আজ বাসায়ও আসেনি। আমার ছাদে কিভাবে তার ব্যাগ এলো তা আমি বলবো কি ভাবে। এলাকাবাসি জানিয়েছে ছাদ থেকে ঝাঁপ দিলেও মৃতদেহের পাশে কোন রক্তের দাগ দেখা যায়নি। তবে দুুটি পা ভাঙ্গা ছিল এবং ডান পায়ের গোড়ালি ফেটে যায়।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট না পেলে কিছুই বলা যাচ্ছেনা। রিপোর্ট পেলে বোঝা যাবে তাকে হত্যা করা হয়েছে কিনা নাকি সে আত্মহত্যা করেছে।

আহাদের কন্যা সাথী জানান, আমার মা শাহানাজ প্রায় আত্মহত্যার চেষ্টা করতো। সে মানসিকভাবে ভারসাম্যহীণ ছিল। আজ ব্যাংক থেকে আমাকে বাড়ী পাঠিয়ে বলেছিল আমি আসতেছি এর পর তার মৃত্যুর খবর পেলাম।

২৪ ঘণ্টা/আতাউর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *