শনিবার চন্দনাইশে “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে করণীয়” শীর্ষক সেমিনার

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চন্দনাইশ উপজেলার উদ্যোগে আগামি শনিবার (২৮ নভেম্বর) সকালে পিপিএস মডেল ‍উচ্চ বিদ্যালয় মিলনায়তন, এ এ ভবন, দীঘির পূর্ব পাড় এ “নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের পাট ও বস্ত্র সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

সেমিনারের উদ্বোধন করবেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জাব্বার চৌধুরী, মূখ্য আলোচক হিসেবে থাকবেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, চন্দনাইশ পৌর সভার মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা সোলাইমান ফারুকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসেন চৌধুরী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমদ জুনু, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *