চট্টগ্রাম মহানগরীতে মাস্ক ব্যবহার না করায় ৩১ জনকে ৩ হাজার ৯৮০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে নগরীর কোতোয়ালী মোড়, নিউ মার্কেট, নতুন ব্রীজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১৫টি মামলায় ১৫ জনকে ১৫’শ ৫০ টাকা জরিমানা করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২০০টি মাস্ক বিতরণ করা হয়।
অন্যদিকে নগরীর কোতোয়ালী মোড় ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। অভিযানে ১৫টি মামলায় ১৬ জনকে ২ হাজার ৪৩০ টাকা জরিমানা করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ৫০টি মাস্ক বিতরণ করা হয়েছে।
Leave a Reply