নিজস্ব প্রতিনিধি : পাট ও বস্ত্র মন্ত্রণালয় পরিচালিত, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর সহযোগিতায় কর্ণফুলীতে ২০ নারী উদ্যোক্তার প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
উপজেলার স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ‘সুকন্যা’ এর আয়োজনে বুধবার বিকেলে উপজেলা হলরুমে সনদ বিতরণ করা হয়।
এতে সুকন্যা সিইও কর্ণফুলী উপজেলা এনজিও ফোরামের প্রধান সমন্বয়ক মুহাম্মদ ওসমান হোসাইনের সঞ্চালনায় খালেদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, জুলধা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমদ, মমতা এনজিও সহকারী পরিচালক মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জু।
প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন, নারী সমাজকে বাদ দিয়ে কোনদিন দেশ এগিয়ে যেতে পারবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে নারী সমাজকে এগিয়ে আসতে হবে।
প্রসঙ্গত, সুকন্যা দীর্ঘদিন যাবত উদ্যোক্তা সৃষ্টির জন্য কর্ণফুলীতে কাজ করে যাচ্ছেন।
২৪ ঘণ্টা/মহিউদ্দিন
Leave a Reply