রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জনগণের দোয়া ও ভালোবাসা ছিল বিধায় আমি এখনো বেঁচে আছি। দলের দুঃসময়ে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে মাঠে থেকেছি। কখনো অপশক্তির কাছে মাথা নত করিনি।
রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে করোনা পরিস্থিতিতে সব সময় জীবনের ঝুঁকি উপেক্ষা করে মানুষের জন্য কাজ করেছি। আমি পৌরবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম। আমি চাই দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে তার সমর্থনে আয়োজিত রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
মুক্তিযুদ্ধ মঞ্চে রাউজান উপজেলার সভাপতি বেলাল হোসেন সিফাতের সভাপতিত্বে ও শফিউল হোসাইন সম্রাটের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সিনিয়র-সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার এ্যাড. সমীর দাশ গুপ্ত, উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য, সুপ্রিম কোর্টের সহকারি এটর্নি জেনারেল এ্যাড.অপূর্ব ভট্টাচার্য, রাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোজাফ্ফর সালাম মুবিন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, মুছা আলম খান, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সারজু মোঃ নাছের, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো আলমগীর, বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাচ্চু, রাউজান পৌরসভা যুবলীগের সহ সভাপতি ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান উপজেলা ছাত্রলীগ সভাপতি (দ.) জাহেদুল আলম, সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ এরশাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ, রাউজান উপজেলা সহ সভাপতি মো একরাম,যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা বড়ুয়া, মাইকেল বড়ুয়া, অন্তু দে, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত দাশ অন্তু, সাইম উদ্দিন শাহ, বাদশা আলম জুয়েল, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন অন্তর, জিসান, মো আসিফ, মো আলাউদ্দিন, তওহিদ, কুতুব উদ্দিন, ছাত্রনেতা শাহদাত, রাকিব প্রমুখ।
Leave a Reply