ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে কৃষি পূনর্বাসন কর্মসূচি রবি মৌসুমে ফসল চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬,নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত থেকে ২শত জন প্রান্তিক চাষীদের প্রত্যেককে ৮ কেজি খেসারী বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃগোলাম বারী খান, উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর, সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম প্রমূখ। উল্লেখ্য পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ১৫শত জন প্রান্তিক চাষীদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, খেসারী, চিনাবাদম, মসুর, টমেটো, মরিচ এর বীচসহ সার বিতরণ করা হবে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
Leave a Reply