সীতাকুণ্ডে মরহুম বদিউল আলম স্মৃতি গোল্ডকাপ ফুটবলে গোলাবাড়িয়া ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও সীতাকুণ্ড বদিউল আলম মার্কেটের স্বত্বধিকারী মরহুম বদিউল আলম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এ টুর্নামেন্টে ৩২ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় বাঁশবাড়িয়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে গোলাবাড়িয়া ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুইয়ার সহধর্মীনী সীতাকুণ্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুরাইয়া বাকের। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম বদিউল আলমের পুত্র মোঃ সেলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্টেটারী প্রদীপ ভট্টচার্য, পৌর কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, সীতাকুণ্ড নাগরিক অধিকার অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, সামাজিক সংগঠন দিশারীর চেয়ারম্যান লায়ন এড.সালাউদ্দিন লাভলু, মাসুদুল আলম মাসুদ, ক্রীড়া সংগঠক ফজলে এলাহী পায়েল, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *