টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও সাবেক সচিব রিয়াজুল হক (বর্তমানে সেন্টমার্টিন ইউপি সচিব) কে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টারদিকে তাদের আদালত চত্বর থেকে আটক করা হয়। পরে তাদের কক্সবাজার সিনিয়র স্পেশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম দক্ষিণের কর্মকর্তা জাফর সাদেক শিবলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টেকনাফের বাহারছরা ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ১২ জন ইউপি সদস্যদের নামে ১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লক্ষ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বৃহম্পতিবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।
দুদক জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-১৩/২০১৯) করা হয়। পরে ওই মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার সিনিয়র স্পেশাল আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দিয়ে আগামী ২৫ নভেম্বর মামলার দিন ধার্য করেন।
উল্লেখ্য, দুদকের হাতে আটক চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার ও উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির আস্থাভাজন বলে পরিচিত।
Leave a Reply