বাবাদের রেখেই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি,বঞ্চিত-অবমূল্যায়িতদের বিক্ষোভ

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১১ সদস্যের কমিটি ঘোষণা হয়েছিল ২০১৩ সালের ১৩ জুলাই। দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর আজ আরও ২৭২ জনকে সংযুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রিয় ছাত্রদল।

বিগত বেশ কিছু দিন যাবত শোনা যাচ্ছিল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী প্রকৃত ছাত্র এবং ত্যাগীদের সংযুক্ত করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হবে। কমিটিতে স্থান পেতে পারে এ ধরণের কয়েকজন ছাত্রনেতার নামও পত্র পত্রিকায় এসেছিল।

আজ সোমবার (৩০ নভেম্বর) কমিটি ঘোষণা হওয়ার পরপরই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটির দাবিতে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

নতুন ২৭২ জনের মধ্যে বেশিরভাগই পদ প্রাপ্তদের ছাত্রত্ব নেই। আর তারা বিবাহিতও। ফলে নিয়মিত ছাত্র ও অবিবাহিত ছাত্রদলের নেতাকর্মীরা হতাশ। তারা ক্ষোভের বর্হিপ্রকাশ হিসেবে দলীয় কার্যালয়ে আগুন দেয় এবং পরে তারাই নিভিয়ে ফেলে আগুন।

এর আগে আজ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল।  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আগের আংশিক কমিটির সাথে ২৭২ জনকে সংযুক্ত করে পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হল।

এ বিষয়ে সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ২০০৫ সালের আগে যারা এসএসসি পাশ করেছে তাদের কাউকে ছাত্রদলের কমিটিতে রাখা যাবে না। দায়িত্ব পেতে হলে নিয়মিত ছাত্র ও অবিবাহিত হতে হবে। কিন্তু আজ ঘোষিত কমিটিতে আগের আংশিক কমিটি বাতিল করা হয়নি। জুনিয়র সিনিয়র সিরিয়াল মানা হয়নি এবং বিবাহিত ও অছাত্রদের কমিটিতে রাখা হয়েছে এ কারণে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। আংশিক কমিটির একজন ছাড়া বাকি নয়জন অন্য কমিটির পদ পদবী বহন করছে। আমরা নিয়মিত ছাত্রদের দিয়ে নতুন কমিটি দাবি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক নগর ছাত্রদলের এক নেতা বলেন, ২০১৩ সালে ঘোষিত আংশিক কমিটির সভাপতি গাজী সিরাজ এখন নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ১৯৮৯ সালে এসএসসি পাশ করেছেন। বর্তমানে তার বয়স ৫২ বছর। অন্যদিকে সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বর্তমানে নগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তিনি ১৯৯৪ সালে এসএসসি পাশ করেন। তার বয়স ৪৬ বছর। এছাড়া চার সহসভাপতির মধ্যে মঈন উদ্দিন শহীদ নগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, ফজলুল হক সুমন নগর যুবদলের সহসভাপতি ও জিয়াউর রহমান জিয়া নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। চার যুগ্ম সম্পাদকের মধ্যে জমির উদ্দিন নাহিদ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক, আলী মর্তুজা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও মোশাররফ হোসেন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল মারা গেছেন। নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ এখন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তাদের কিভাবে নতুন কমিটিতে বহাল রাখা হয়।

যুগ্ম সম্পাদক শফিউল বশর সামু পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, কমিটি নিয়ে অনেক ধরণের বিতর্ক হতে পারে কিন্তু দীর্ঘ ১৭ বছর পর হলেও একটি ঢাউশ কমিটি হয়েছে কর্মীদের মূল্যায়নের দরকার ছিল এটাকে আমি সাধুবাদ জানাই। কমিটি ঘোষণার পর দলীয় কার্যালয়ে আগুন লাগানোর বিষয়ে তিনি বলেন, রাজনৈতিকদলের কমিটি হলে কিছু মান অভিমান থাকে। দীর্ঘ সতেরো বছর পূর্ণাঙ্গ কমিটি না থাকায় পদবঞ্চিত একটু আধটু ক্ষোভ আমি খারাপ দৃষ্টিতে দেখছিনা। সবাইকে মূল্যায়ন করতে গেলে কমিটির আকার হাজার পেরিয়ে যেতো। তবে আমাদের এটা সাময়িক সময়ের জন্য এরপর আহ্বায়ক কমিটি এবং তারপর আবার পূর্ণাঙ্গ কমিটি হবে। সে পর্যন্ত তারা অপেক্ষা করতে পারতো। এছাড়া যাদের বয়স নেই তারা অন্য সহযোগী সংগঠনে স্থানান্তরিত হতে পারবে।

মূলত আসন্ন স্থগিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নগর বিএনপির সভাপতি ডা. শাহদাত হোসেনের নির্বাচনী প্রচারণা ও নির্বাচন পরিচালনায় কোনও প্রভাব না ফেলতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। নতুনদের নিয়ে কমিটি গঠিত হলে সিটি নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই ধারণা থেকেই মূলত ৭ বছর আগের আংশিক কমিটিকে বহাল রেখে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নগর ছাত্রদলের নতুন কমটি গঠনের তোড়জোড় শুরু হলে আগ্রহীদের কাছ থেকে বায়োডাটাসহ ফরম জমাদানের আবেদন করেছিল সংগঠনটি। গত ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কর্মসূচীতে প্রায় ৩৫০টি ফরম জমা পড়ে।

কমিটির বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল যোগাযোগ করতে চাইলো তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *