সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ১ হাজার পিস ইয়াবাসহ ফিরোজ আহমেদ (৫০) নামের একজনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার পৌর সদরের বাসষ্ট্যান্ড এলাকা তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ ডেমশা গ্রামের তাহের আহম্মদের বাড়ির মৃত তাহের আহম্মদের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লার নির্দেশনায় এসআই রাশেদুজ্জামান ও সাইফুল আলমের নেতৃত্বে সীতাকুণ্ড বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লক্ষ টাকা। আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply