চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় চলছে পাহাড় কাটার মহোৎসব

পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় কাটার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও চট্টগ্রামের বায়েজিদ রৌফাবাদ এলাকায় নিষেধাজ্ঞার কোন তোয়াক্কাই করছে না অনেকেই।

প্রশাসনের কঠোর নজরদারিতেও থেমে নেই পাহাড় কাটা। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগোচরে রীতিমত পাহাড় কাটার মহোৎসবে পরিণত হয়েছে রৌফাবাদ। দিনে রাতে চলছে পাহাড় কাটা। স্থানীয় সেলিম আমিরের নেতৃত্বে একটি সিন্ডিকেট রাত দিন সমানে পাহাড় কাটছে বলে স্থানীয়রা জানান।

সরেজমিনে পরির্শন এবং স্থানীয় একাধিক সুত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নগরীর পশ্চিম ষোলশহর মৌজার আওতাধীন স্টারশিপ কারখানার পিছনে রৌফাবাদ মিয়া পাহাড়টি কেটে সাবাড় করছে সিন্ডিকেটটি। শতাধিক শ্রমিকের পাশাপাশি স্ক্যাভেটর দিয়েও কাটা হয় এ পাহাড়ের মাটি।

স্থানীয় সুত্র জানায়, জনৈক ফাতেমার ছেলের নিকট থেকে কথিত পাওয়ার নিয়ে সেলিম আমির সিন্ডিকেট উক্ত পাহাড়টি কাটছে। পাহাড় কেটে মাটি বিক্রি করা ছাড়াও খালি হওয়া জায়গায় আবাসিক প্লট করে তা বিক্রি করা হচ্ছে। তবে একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, প্লট দেয়ার নামে স্থানীয়দের কাছে থেকে লাখ লাখ টাকা নিলেও কাউকে এখনো প্লট বুঝিয়ে দেওয়া হয়নি।

এ বিষয়ে কথা বলতে পাহাড় কাটার সাথে জড়িত আমির এবং সেলিমের মুটোফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এদিকে পাহাড় কাটার খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক রুম্পা সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন একটি সিন্ডিকেট পাহাড় কেটে মাটি বিক্রি করছে। তাদের ব্যাপারে পরিবেশ আইনে ব্যবস্থা নেয়া হবে।

তবে পরিবেশ অধিদপ্তর থেকে পরিদর্শন করার পরেও থামছেনা পাহাড় কাটা। উল্টো আগের চেয়ে শ্রমিক সংখ্যা বাড়িয়ে দিন রাত সমানে কাটা হচ্ছে পাহাড়।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, পাহাড় কাটার খবর পেয়ে সেখানে টিম পাঠানা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *