যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের টিকাকে জাতীয়ভাবে ব্যবহারের অনুমতি

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য। এ অনুমোদনের ফলে ব্রিটেনে জাতীয়ভাবে সবার ওপর প্রয়োগ করা যাবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত এ টিকা।

গত নভেম্বরে ফাইজার-বায়োএনটেক জানায়, করোনাভাইরাসের সুরক্ষায় তাদের টিকা ৯৫ ভাগ কার্যকর।

যুক্তরাজ্যের মেডিসিন ও হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অ্যাজেন্সিও বলেছে, এ টিকার ব্যবহার নিরাপদ।

কয়েকদিনের মধ্যেই ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করবে যুক্তরাজ্য। এরইমধ্যে ৪০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে দেশটি। এর ফলে ২০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে, একজনকে দেওয়া হবে দুই ডোজ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *