সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়ায় এম. এ শিপব্রেকিং ইয়ার্ডে দূর্ঘটনায় মো. মাহফুজুল আলম (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় এঘটনা ঘটে।
জানা যায় ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে শ্রমিক মাহফুজ গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক সন্দ্বীপ উপজেলার কাছিয়াপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলাউদ্দিন।
এব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, বারআউলিয়া এলাকায় একটি পুরাতন জাহাজে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে মাহফুজুর আলম নামে এক শ্রমিক আহত হয়। পরে তাকে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply