ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে মুসল্লীর সমাগম

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে হাজারো মুসল্লীর সমাগম ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লীরা মাদ্রাসায় এসেছেন। দুইদিন ব্যাপী মাহফিল সম্পন্ন হবে শুক্রবার বিকেলে।

এদিকে বৃহস্পতিবার মাদ্রাসায় গুরুত্ব পুর্ণ বয়ান করেছেন ঢাকার বাড়িধারা মাদ্রাসার মোহাদ্দেস আমজাত হোসেন, ঢাকার আফতাব নগর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আবু মুছা, যশোর থেকে আগত মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি মাহমুদুল হাসান, ঢাকার বনশ্রী রামপুর মাদ্রাসার সাইখুল হাদীস মাওলানা ইয়াহিয়া মাহমুদ, বিশিষ্ট ইসলামী স্কলার আ ফ ম খালেদ হোসেন প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, ইসলাম ধর্মকে কলুসিত করতে বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে। যুগে যুগে এসব ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু আলেম ওলামারা কোরআন হাদীদের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরায় ষড়যন্ত্রকারীরা পরাস্থ হয়েছে। তাই ইসলামের মর্মবাণী যথাযত ভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরাই হলো আলেম সমাজের কাজ বলে অভিমত ব্যক্ত করেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম।

এছাড়া সন্ধ্যায় গুরুত্বপুর্ণ অছিহত করে বায়াত করান নানুপুর পীর ও ওবাইদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ছালাউদ্দিন। পরে তিনি মুসল্লী ও ওয়াজে উপস্তিত সকলের জন্য এবং দেশবাসীর জন্য দোয়া কামনা করেন।

শুক্রবার বয়ান করবেন হেফাজতের আমির মাওলানা জুনায়েত বাবুনগরী।

২৪ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *