চট্টগাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করছে। বর্তমান অগণতান্ত্রিক সরকার এদেশের মানুষের ভোটাধিকার, বেঁচে থাকার অধিকার হরণ করেছে। যে চেতনাকে ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাকে বর্তমান দখলদার সরকার হরণ করেছে।
সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে নিজেদের অঙ্গ সংগঠনে পরিণত করেছে। যার ফলে গণতন্ত্র, ভোটধিকার সহ জনগণের সব অধিকার হরণ করেছে। সামনে চসিক নির্বাচনে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ আসছে। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ভোট ডাকাতরা বাব বার আপনার ভোটাধিকার কেড়ে নিতে না পারে, তার জন্য জনগনকে সাথে নিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিার প্রতিষ্ঠায় রাজপথে রক্ত দিয়েছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করেছে।
তিনি আজ শুক্রবার(৪ ডিসেম্বর) বিকালে ৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, দেশের মানুষ ভয়াবহ একটা দুঃসময় অতিক্রম করছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি। শুধু বিএনপির নয়, বাংলাদেশের মানুষ ভয়াবহ একটা অবস্থার মধ্যে, দুঃসময়ের মধ্যে কাটাচ্ছে। এই ভীতিকর অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেছেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাসী। চসিক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সরকার সত্যিকারভাবে নির্বাচন গ্রহণযোগ্য করতে চাইলে সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কিন্তুু প্রশাসন ও সরকার দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিএনপিকে সভা সমাবেশে বাধা দিচ্ছে। সরকার ও প্রশাসন চাইছে ৫ জানুয়ারির মতো এক তরফা নির্বাচন করতে। যদি চসিক নির্বাচনে ভোটাররা যদি ইচ্ছামতো ভোট দিতে না পারে, প্রার্থীরা যদি ভোট চাইতে না পারে, বিএনপি নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবেনা। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ভোটাধিকার, গণতন্ত্র ও বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করতে সকল ভেদাবেদ ভুলে আমাদের ঐক্যেবদ্ধ হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিঃ সহ-সভাপতি আবু সুফিয়ান বলেছেন, দেশে গণতন্ত্রের মুখোশ পরে এক ব্যক্তির শাসন চলছে। আওয়ামী লীগের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা গণতন্ত্রের মুখোশ পরে আছে। এই ফ্যাসিষ্ট সরকারের জুলুম নির্যাতন হতে মুক্তি পেতে হলে আন্দোলনের বিকল্প নেই।
পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম আবুল কালাম আবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, ইস্কান্দার মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, সহ দপ্তর সম্পাদক মো ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারন সম্পাদক আবদুল কাদের জসিম।
আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য আব্দুর রহিম, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ, থানা বিএনপি নেতা মাহবুবুল আলম, মফজল কোম্পানি, বকতিয়ার আলম, আবুল বশর, আবসার উদ্দিন , মোহাম্মদ নূরু, মোহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড বিএনপি নেতা ছৈয়দুল হক, জাহাঙ্গীর আলম, মোঃ ইসমাইল, আব্দুল হালিম কালু, বেলাল সরদার, যুবদলনেতা মহি উদ্দিন জুয়েল, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা এম এ হাসান বাপ্পা, রাশেদ খান টিপু, মহিউদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবকদল নেতা নাজিম উদ্দিন হিরু, ফিরোজ মাহমুদ, কাজী মহিউদ্দীন, খোরশেদ আলম প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply