দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ সাত মামলার আসামি মনির প্রকাশ মেশিন মনির (৩২) কে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে মনিরের অবস্থান নিশ্চিত হয়ে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়G গ্রেফতার মনির নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকার মৃত কালা মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, গ্রেফতার মনিরের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি ও খুলশী থানায় সাতটি মামলা রয়েছে। বুধবার রাতে অস্ত্র বিক্রির উদ্দ্যেশে মনির পলোগ্রাউন্ডে অবস্থান করছে গোপন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
পুুলিশের অবস্থান দেখে পালানোর চেষ্টা করলেও পুলিশের হাতে অস্ত্রসহ ধরা পড়ে মনির। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় পৃথক আরেকটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানান আসিফ মহিউদ্দিন।
Leave a Reply