কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়োজিদ সড়কে নির্মিত ব্রীজের গাডার তোলার সময় ক্রেন ভেঙ্গে পড়েছে। এসময় ঢাকা- চট্টগ্রাম বন্দর রেললাইনের ওপর নির্মাণাধীন ওভারব্রীজের গাডারটিও ধসে পড়ে।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে ফৌজদারহাট বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ওভারবীজটি নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ ঘটনার পর থেকে সাময়িক বন্ধ রয়েছে ওই রুটে ট্রেন চলাচল। এই রুটে রেলওয়ের পণ্যবাহী ট্রেন চলাচল করে।
এব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ইন্সপেক্টর শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রোববার দুপুর পৌনে তিনটার দিকে গাডার বসানোর সময় রেললাইনের উপর ক্রেন থেকে ছিড়ে পড়ে ফৌজদারহাট ওভারব্রীজের একটি ৯০ টন ওজনের গাডার। তবে এ সময় কোনো হতাহত হয়নি। বিষয়টি আমরা রেলওয়ের কন্ট্রোল রুমে অবহিত করেছি।’ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফৌজদার হাট ফাঁড়ি পুলিশ, রেলওয়ে পুলিশ, টিআই রফিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ।
এ ব্যাপারে এই প্রকল্পের কাজ করা এক্সপেক্ট্রা ইঞ্জিনিয়ারস লিমিটেড এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নাছির উদ্দিন দিদার বলেন, সিডিএ এর অর্থায়নে ফৌজদারহাট-বায়োজিদ রোডে ওভার ব্রীজের কাজ করার সময় দুইটি ক্রেন দিয়ে গাডার তোলা হয়। এসময় টেকনিক্যাল সমস্যার কারণে একটি ক্রেন ভেঙ্গে পড়ে। গাডারের ওজন ৯০ টন আর দুইটি ক্রেনের ওজন ক্ষমতা তিনশত টন। আমরা সর্ব্বোচ নিরাপত্তা দিয়ে কাজ করে যাচ্ছি। বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। কোন হতাহতের ঘটনাও ঘটেনি।
Leave a Reply