চট্টগ্রামের রাউজানে মো. আনোয়ার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ৩শ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক আনোয়ার উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডেও ফৌজপাড়ার ফকির আহম্মদ বাড়ির মৃত নুরুল আমিনের পুত্র।
রাউজান থানার উপ পরিদর্শক আরফাত বিন ইউসুফ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাত্রিকালিন ডিউটিরত অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট স্লুইচ গেইট সংলগ্ন স্থানে পাচারের উদ্দেশ্যে চোলাই মদ খালের পাড়ে রেখেছে একটি চক্র।
আমরা সাথে সাথেই সেখানে গিয়ে ৬টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মোট তিনশ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ারকে আটক করি।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply