খাজানার সাথে চুক্তিবদ্ধ হলো উদ্যম বিজনেস সার্ভিস

দেশের অন্যতম সেরা মার্কেটিং বিপিও ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড –এর সাথে চুক্তিবদ্ধ হলো দেশীয় ই-কমার্স সাইট খাজানা ডট কম ডট বিডি।

রবিবার (৬ ডিসেম্বর) রাজধানীর ক্যাফে মিলানো রেস্টুরেন্ট-এ উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

খাজানা ডট কম ডট বিডি এর মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই সকল ধরনের পণ্য দেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি তে পাবেন।

বিপণন এবং বাজারজাতকরণে দেশীয় ইকমার্স প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন সহায়তা করে আসছে পেশাদার মার্কেটিং ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড।

উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে খাজানা ডট কম ডট বিডি –এর বিপনন এবং মার্চেন্ট একুইজিশন সাপোর্ট প্রদান করবে উদ্যম।

উক্ত অনুষ্ঠানে উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব মোঃ কাউসার এবং খাজানা ডট কম ডট বিডি –এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ ইয়াকুব আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তারিক হাসান রুবেল, হেড অব ফাইন্যান্স এন্ড একাউন্টস, উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড, সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার, উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড, খাজানার ব্যাবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম, পরিচালক ইব্রাহিম খলিল ও সহিদুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান কে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং ক্রেতা সাধারণ যাতে সুলভে, সাশ্রয়ী মুল্যে, সঠিক গুনমান সম্পন্ন পণ্য পেতে পারে সেই লক্ষ্যে ই-কমার্স প্রতিষ্ঠান khajana.com.bd এবং উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড সদা কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *