সংবাদ প্রকাশের জের: ধূলোয় ধূসর ‘রূপালী গীটার’ দেখতে গেলেন প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দৈনিক সুপ্রভাত বাংলাদেশে “ধূলোয় ধূসর রূপালী গীটার” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে আজ মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি রূপালী গীটার স্থাপনের স্থান প্রবর্তক মোড়ের গোল চত্ত্বরে কর্পোরেশনের সৌন্দর্য্য বর্ধন কার্যক্রমের আওতায় করা বাগানের অবস্থা প্রত্যক্ষ করেন।

এসময় তিনি নগরবাসীর চলাচলের এই ব্যস্ততম সড়কের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করে বলেন, এই সড়ক সামান্য বৃষ্টি হলেই পানি জমে। যে কারণে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই মোড়ের নীচু ব্রিজটি ভেঙ্গে উচুঁ ও নতুন করে আবার তৈরি করেছে। সড়কের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। খোয়া ম্যাকাডম ফেলে রোলার দিয়ে সমান করা হয়েছে। কার্পেটিংয়ের পর এই সড়কে আর ধূলোবালি থাকবেনা।

প্রশাসক নগরীতে সৌন্দর্য্যবর্ধনে যেসব কাজ করা হয়েছে ও চলমান আছে তা কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকি ও দেখভাল করার পাশা পাশি রাস্তার মিড আইল্যান্ড ও যেসব স্থানে সৌন্দর্য্যবর্ধনে ফুল গাছ লাগানো হয়েছে সেখানে প্রতিদিন পানি দেওয়ার ব্যবস্থা করতে চসিকের নগর পরিকল্পনা শাখার সংশ্লিষ্ট কর্মাকর্তা-কর্মচারীদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

তিনি বলেন সৌন্দর্য্যবর্ধনে শুধু বিভিন্ন প্রজাতীর ফুল গাছ, পাতাবাহার গাছ লাগালেই হবে না। পরিচর্যা, নিয়মিত পানি দিয়ে এসব গাছের সৌন্দর্য্য যাতে দর্শনার্থী ও নগরবাসী উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *