বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাপ্পীর নেতৃত্বে কুমিরা ইউনিয়ন আ’লীগের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ।

বুধবার (৯ ডিসেম্বর) বিকালে কুমিরাস্থ পিএইচপি গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা জিয়াউল আবেদীন বাপ্পি।

বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জসিম সওদাগর, মাহবুব, বিল্লাল, ইউছুপ আজমী, যুবলীগ নেতা ইমন, সাহাবুদ্দিন, মো: ওয়াসিম,
ছাত্রলীগ নেতা আইনুল, নয়ন, ফয়সাল, আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের হাত ভেঙ্গে দিতে হবে। মৌলবাদী গোষ্ঠীর এদেশে থাকার কোন অধিকার নেই।

২৪ ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *