করোনায় আক্রান্ত হয়ে সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন। আজ বুধবার দুপুর সোয়া ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত ছিলেন।
ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন বলেন, গত ১৯ নভেম্বর চৌধুরী কামাল ইবনে ইউসুফ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। ২১ নভেম্বর তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ (সদর) আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর জেলার বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কামাল ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস। তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে মুসলিম লীগ নেতা এবং চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) আইয়ুব সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং আরেক চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য ছিলেন।
কামাল ইউসুফের বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ আগামীকাল অনুষ্ঠেয় ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নায়াব ইউসুফ কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক।
এ কে কিবরিয়া স্বপন আরও বলেন, কামাল ইউসুফের দুই মেয়ে দেশের বাইরে আছেন। পরিবারের সদস্যরা আলোচনা করে জানাজা ও দাফনের তারিখ নির্ধারণ করবেন।
কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply