চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা

চট্টগ্রাম প্রেস ক্লাব দ্বিবার্ষিক নিবাচন ২০২০ উপলক্ষে নির্বাচনী কমিটির এক সভা কমিশনার ওমর কায়সারের সভাপতিত্বে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ৩১ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সভায় নির্বাচনী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিযামউদ্দিন, জাকির হোসেন লুলু এবং শেখর ত্রিপাঠি উপস্থিত ছিলেন।

নির্বাচনী তফসিল নিম্নরূপ:

১. মনোনয়নপত্র প্রদান : ১৪ ও ১৫ ডিসেম্বর সোম ও মঙ্গলবার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত।

২. মনোনয়নপত্র গ্রহণ : ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত।

৩. মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ : ১৮ ডিসেম্বর শুক্রবার বেলা ৩ টা পর্যন্ত।

৪. প্রার্থীতা প্রত্যাহার : ১৯ ডিসেম্বর, শনিবার বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত।

৫. চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ : ২০ ডিসেম্বর রোববার বেলা ৩ টা পর্যন্ত।

৬. ভোট গ্রহণ : ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার
সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত(বিরতিহীন)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *