সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে করোনা আক্রান্ত হয়ে ফটিক চন্দ্র নাথ (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছে। গতকাল শনিবার রাতে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজ রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মণ্ডল বাড়িতে তার লাশের সমাধি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, করোনার প্রভাব শুরুর পর থেকে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ উপজেলায় ১৫জন ব্যক্তি মারা গেছেন।
ফটিক চন্দ্র নাথ ২০ দিন ধরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত শনিবার রাত নয়টার দিকে তিনি মারা যান।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply