রাউজানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, পুষ্পস্তবক অর্পণ।

১৪ ডিসেম্বর (সোমবার) এ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের অনুষ্টিত হয়।

টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যানএকেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

দুপুরে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ- সভাপতি স্বপন দাশ গুপ্ত, ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, আওয়ামীগ নেতা শাহা আলম চৌধুরী, আলমগীর আলী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর জব্বার সোহেল, আওয়ামীলীগ নেতা ইফতেহার আলম দিলু, এস এম বাবর, জসিম উদ্দিন, নুরুল ইসলাম শাহাজান, মাহাবুল আলম, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, আবদুল লতিফ, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, মহিলা নেত্রী রেহেনা আফরোজ, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুর নেছা, যুবলীগ নেতা তপন দে, আরিফুল ইসলাম চৌধুরী, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহামুদ প্রমুখ।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *