সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকতে চাই : সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন আমি আমার দায়িত্বকালীন মেয়াদের মধ্যে নগরবাসীর জন্য কাজ করতে চাই। সকাল বিকাল দুপুর রাত সবসময় আমার ঘরের দরজা নগরবাসীর জন্য খোলা। আমি বিশ্বাস করি আমার প্রিয় এই চট্টগ্রাম নগরীর মানুষের জন্য যদি ভালো কোন কাজ করি, তাহলে তারা আমাকে মনে রাখবেন। আমার পরিচিত জনদের মধ্যে অনেক নগরবাসী আমাকে প্রশ্ন করেছেন আমি ঘুমায় কখন? ঘুমিয়ে আরাম আয়েশে জীবন অতিবাহিত করলে মানুষের জন্য কিছু করা যাবে না। আমি সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকতে চাই।

তিনি আজ নগরীর কাজীর দেউড়ি মোড়ে রাজস্ব সার্কেল-৫ এর স্পট হোল্ডিং ও ট্রেড লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাজস্ব কর্মকর্তা শাহেদ ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর কর্মকর্তা (কর) মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ ইউসুফ (লাইসেন্স)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-কর কর্মকর্তা দিদারুল আলম ও সেলিম সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন আরো বলেন বিনা তেলে যেমন মাছ ভাজা যায় না, তেমনি পৌরকর ছাড়া নাগরিক সেবা সুনিশ্চিত করা যাবে না। কাজীর দেউড়ি অভিজাত এলাকা। এখানকার নাগরিকদের কর প্রদানের হারও আশাব্যঞ্জক। কর না পেলে নগরীর আলোকায়ন,পরিস্কার পরিচ্ছন্নতা ও সড়ক মেরামতের কাজ করা যাবে না। তাই নগরীর উন্নয়ন ও সৌন্দর্য্যরে স্বার্থে নগরবাসী পৌরকর প্রদানে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করেন তিনি। ডিসেম্বর মাস জুড়ে পৌর কর ও ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সারচার্জ মওকুফ করা হয়েছে। কর প্রদানকারীরা চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় পৌরকর ও ট্রেড লাইসেন্স ইস্যু করে নিতে পারবেন। এক্ষেত্রে কোন ধরনের হয়রানির সম্মুখীন হলে প্রশাসক তার সাথে সরাসরি বা ফোনে যোগাযোগ করার অনুরোধ করেন।

পরে স্পটে কর প্রদানকারী ও ট্রেড লাইসেন্স নেয়া কয়জন গ্রাহককে ফুল দিয়ে অভিন্দন জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। স্পট কর প্রদানকারীদের মধ্যে ছিলেন বাবুল চন্দ্র সেন ৮৪ হাজার ৯৯০টাকা, লালখান বাজারের সামিহা ছলিম ১ লক্ষ২০ হাজার ২৪০ টাকা পৌরকর ও ইকরামুল হক চেমন গ্রোসারী ইউনিটি প্রিন্ট্রার্স স্পট ট্রেড লাইসেন্স ইস্যু করিয়ে নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *