চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত, দেখুন কে কার বিপক্ষে লড়বে

অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ড্র। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ।

চলতি মৌসুমে বেশ বিধ্বস্ত অবস্থায় থাকা বার্সেলোনাকে লড়তে হবে ইউরোপের পরাশক্তি রূপে আবির্ভুত হওয়া পিএসজির বিপক্ষে। গেল আসরেও ফাইনাল খেলা নেইমার-এমবাপ্পেদের পিএসজি কড়া চ্যালেঞ্জই জানাবে মেসি-গ্রিজম্যানদেরকে, তাতে কোনো সন্দেহ নেই।
কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আটালান্টা। কোয়ার্টার ফাইনালের পথ কিছুটা মসৃণই হবে তাদের জন্য।

ইউরোপ সেরার আসরের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের রাউন্ড অব সিক্সটিন প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব লাৎসিও।

রোনালদোর য়্যুভেন্তাসও বেশ সহজ প্রতিপক্ষ পেয়েছে। ইতালিয়ান চ্যাম্পিয়নদেরকে কোয়ার্টারে ওঠার লড়াইয়ে নামতে হবে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে।

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ জার্মান ক্লাব লিপজিগ। গেল চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখানো লিপজিগের এবার তেমন ধার নেই। কোন রকমে উঠে এসেছে রাউন্ড অব সিক্সটিনে। লিভারপুলের জন্যও তাই সুখবরই।

আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ।
রাউন্ড অব সিক্সটিনে চেলসি লড়বে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

এছাড়া জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *