অদম্য-অজেয় বাংলাদেশের জয়যাত্রা থামানো যাবেনা: সুজন

বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর বধ্যভূমির স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক দিয়ে আজ সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

পুস্পস্তবক অর্পণের পর তিনি স্মৃতিস্তম্ভ চত্বরে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির এই সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে প্রশাসক উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, বাঙালি জাতির জীবনের ইতিহাস,ঐতিহ্য,শৌর্যবীর্য লড়াই-সংগ্রামের সাথে ওতো প্রতোভাবে জড়িয়ে আছে ৫২-৭১। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীকারের স্বপ্নের যে বীজ মনে রোপন করেছিল তা পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়। এই স্বাধীনতা ও শোষনমুক্ত স্বাধীন দেশ প্রাপ্তিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের পাশাপাশি হারাতে হয়েছে জাতির মেধাবী ও শ্রেষ্ঠ সন্তানদের। পশ্চিমা পকিস্তানী জান্তারা চেয়েছিলো বাঙালি জাতিকে মেধাশুন্য ও সাংস্কৃতিকভাবে পঙ্গু করে দিতে। কিন্তু তারা পারেনি।

তিনি বলেন, আমাদের প্রিয় স্বদেশ ও এর জনগোষ্ঠী অসাম্প্রদায়িক চিন্তা-চেতনাকে লালন ও ধারন করে। এখানে কখনো সাম্প্রদায়িকতার উগ্র আস্ফালন মাথাচাঁড়া দিয়ে উঠতে পারবেনা। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আগামী দিনের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ তাঁর অর্থনৈতিক স্বানির্ভরতার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাবে। অদম্য-অজেয় এই প্রিয় বাংলাদেশের জয়যাত্রা কেউ থামিয়ে রাখতে পারবেনা।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া,প্রশাসকের একান্ত সচিব মো.আবুল হাশেম,অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবাধায়ক প্রকৌশলী ঝুলন বড়ুয়া প্রমুখ প্রশাসকের সাথে ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *