চট্টগ্রামে মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে মাস্ক ব্যবহার না করায় ৩৩টি মামলায় ৩০ জনকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে নগরীর ডিসি হিল, নিউ মার্কেট, ফিরিঙ্গি বাজার ও পাহাড়তলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

নগরীর ডিসি হিল এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতন বাড়াতে এবং করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। এসময় ৮টি মামলায় ৯ জনকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গরীব ও অসচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে ৫০টি মাস্ক বিতরণ করা হয়।

এদিকে নগরীর নিউ মার্কেট এলাকায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। এসময় ৬টি ভিন্ন ভিন্ন মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

অন্যদিকে ফিরিঙ্গি বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার অভিযান চালিয়ে ৮ জনকে ৮টি মামলায় ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া নগরীর পাহাড়তলী কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা। মাস্ক ব্যবহার না করার দায়ে ১১টি মামলায় ১৩ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করাসহ ৫০টি মাস্ক বিতরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *